
রাইজিংসিলেট- শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য সামনে রেখে
হবিগঞ্জের মাধবপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯মার্চ) সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সামনে থেকে আন্তর্জাতিক নারী দিবসে’র বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।
এ সময় আরো বক্তব্য রাখেন. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব রহমান সোহাগ, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সমকাল পত্রিকার সাংবাদিক আইয়ুব খান, সাংবাদিক আলাউদ্দিন, নোয়াপাড়া ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শ্যামলী রানী দেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
কিশোর কিশোরী ক্লাবের বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।