
রাইজিংসিলেট- মাধবপুর উপজেলার চারা ভাঙ্গা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
তিনি বক্তৃতায় বলেন, “আমার বাবা আলহাজ সৈয়দ মো. ফয়সল শুধু রাজনীতিক নন, তিনি এ অঞ্চলের মানুষের সুখ–দুঃখের সাথী। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজ সেই মানুষটির জন্য আপনাদের সমর্থন চাইতে এসেছি। ধানের শীষকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।”
ইশতিয়াক আরও জানান, তাদের পরিবার কাছ থেকে দেখেছে—মানুষের উন্নয়নই তার বাবার প্রধান লক্ষ্য। রাস্তা–ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে তিনি সারা বছর দাঁড়িয়ে থাকেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সৈয়দ মো. ফয়সল জনগণের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্ব, সততা ও আন্তরিক কাজ এলাকার মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুছ বেনু মেম্বার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, প্রভাষক মঈন উদ্দিন, বিএনপি নেতা একলাছ, বাবুল রায়, জামাল সর্দার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল, গউস আশফাক উদ্দিন আহমেদ, মনির মেম্বারসহ অন্য স্থানীয় নেতারা। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্য ও সমর্থন বজায় রাখার আহ্বান জানান।