রাইজিংসিলেট- মাধবপুরে বাবুল হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামি লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের চেরাগ আলীর ছেলে মো. লাল মিয়া (৫০)। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে চুনারুঘাটএলাকা থেকে লাল মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাহাকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার ঘটনা স্বীকার করে। মাধবপুর থানা পুলিশ বৃহস্পতিবারে দুপরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। (মাধবপুর কোর্ট ৬) এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে বাবুল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন।
গত ১৮ জুলাই হবিগঞ্জের গহীন পাহাড়ের বরুড়া এলাকা নামক স্থান থেকে হাত-পা, মুখ বাঁধা ও অর্ধগলিত অবস্থায় বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। বাবুল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সরদারের ছেলে। গত ২০-৭-২০২৩ ইং তারিখে বাবুল মিয়ার স্ত্রী মাধবপুর থানা ৩০২ধারা একটি মামলা দায়ের করেন।