ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড

rising sylhet
rising sylhet
জুলাই ১১, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে ধর্ষণ মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত জুনে এ গায়ক এবং তার দুই সহযোগী স্বীকার করেছেন যে, একজন চীনা পর্যটককে পালাক্রমে ধর্ষণ করেছেন তারা। এই মামলায় তাদের জেল হলো।

দক্ষিণ কোরিয়ার আইনে নির্দিষ্ট ধরনের ধর্ষণকে ‘ক্রমবর্ধমান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কেননা, এটি একটি সংঘবদ্ধ আক্রমণ ও আধা-ধর্ষণ, কারণ ভুক্তভোগী তখন অজ্ঞান ছিলেন।

তাঈল নামে পরিচিত সংগীতশিল্পী মুন তাই-ইলের বিরুদ্ধে ধর্ষণের এ অভিযোগ গত বছরের আগস্টে প্রথম প্রকাশ্যে আসে। তারপর এনসিটি ব্যান্ড ত্যাগ করেন তিনি। তবে ওই সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী গায়ক তাঈলের দুই সহযোগীকে লি ও হং নামে উল্লেখ করা হয়েছে।

ধর্ষণের এ ঘটনায় সিউলের এক জেলা বিচারক তাদের এ অপরাধকে গুরুতর বলে উল্লেখ করেছেন। আর প্রসিকিউটরদের অনুরোধে তারা প্রথমবারের মতো অপরাধী হওয়ায় সাত বছরের সাজা কমিয়ে তা অর্ধেক করা হয়েছে।

আদালত যৌন সহিংসতার কারণে অপরাধীদের জন্য পরিকল্পিত ৪০ ঘণ্টার একটি চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আদালত জানতে পেরেছে যে, তারা সিউলের ইতাওন জেলার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেছিলেন।

শুনানিতে বলা হয়েছে, গায়ক ও তার সহযোগীদের সঙ্গে মদ্যপানের পর ভুক্তভোগী খুবই মাতাল হয়ে পড়েন। পরে তাকে একটি ট্যাক্সিতে করে লির বাড়িতে যায় তারা এবং সেখানে এ ঘটনা ঘটায়।

২০১৬ সালের জানুয়ারিতে কে-পপ ব্যান্ড পরিচিত ‘এনসিটি’ বিভিন্ন ধারার পরীক্ষামূলক সংগীতের জন্য পরিচিতি লাভ করে। তাদের সৃষ্টি কিছু গান বিলবোর্ডের তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিকভাবে দর্শক-শ্রোতার মনে জায়গা করে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।