ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজেশ

rising sylhet
rising sylhet
মে ২৯, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মারা গেছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজেশ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।১৯৪৯ সালের ২০ ডিসেম্বর থিরুভারুর জেলার মান্নারগুডিতে জন্মগ্রহণ করেন রাজেশ।

বৃহস্পতিবার (২৯ মে) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে তার। বিষয়টি অভিনেতার পরিবার নিশ্চিত করেছে।

অভিনেতার বর্ণাঢ্য অভিনয় জীবনে তামিল, তেলেগু এবং মালায়ালামের মতো একাধিক ভাষার ছবিতে কাজ করেছেন। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন প্রায় ১৫০ টিরও বেশি সিনেমা। বড় পর্দার বাইরে রাজেশ একজন ডাবিং শিল্পী, লেখক এবং টেলিভিশন অভিনেতা।

অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সিনেমাপাড়ায়। অভিনেতার সহকর্মী এবং অনুরাগীরা রাজেশের মৃত্যুতে শোক জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ মুহূর্তে অভিনেতার মরদেহ চেন্নাইয়ের রামপুরমে নিজ বাসভবনে রাখা হয়েছে। জনসাধারণ শেষ শ্রদ্ধা জানানোর পরেই শেষকৃত্য সম্পন্ন হবে।

ছোট থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল। তাই স্কুল শিক্ষকতার চাকরি ছেড়ে চলচ্চিত্রে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৭৪ সালে কে বালাচন্দর পরিচালিত ‘আভাল ওরু কোটারা কথাই’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। এটিই রূপালী পর্দায় প্রথম চলচ্চিত্র।

নায়ক ও খলনায়ক চরিত্র মিলিয়ে ১৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ভাগ্যরাজের ‘অন্ধা ৭ ডেইজ’ ছবি ক্যারিয়ার সেরা। তিনি ‘জার্নি’স এন্ড’, ‘ফিয়ার নট ফিয়ার’ ,‘মহানদী’, ‘ইরুভার’, ‘নেরুক্ক নের’, ‘দিনা’, ‘নাগরিক’, ‘রমনা’, ‘রেইড’, ‘সামী’, ‘অঞ্জনেয়া’, ‘ভিরুমান্দি’, ‘কোভিল’, ‘অটোগ্রাফ’, ‘শিবাকাসি’-এর মতো জনপ্রিয় ছবতি অভিনয় করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।