ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ট্রাম্পের নাচে মেতে উঠল সবাই

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মালয়েশিয়া সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনন্য মুহূর্ত উপহার দিয়েছেন—নাচে মেতে উঠে! সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৭৯ বছর বয়সেও ট্রাম্প ড্রামের তালে উচ্ছ্বাসভরে নাচছেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ওয়াশিংটন থেকে প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে কুয়ালালামপুরে নামেন ট্রাম্প। বিমানবন্দরের টারমাকে স্থানীয় শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় তাঁকে। চারপাশে হাসিখুশি মুখ—মালয়, চীনা, ভারতীয় ও বর্নিওর আদিবাসী সম্প্রদায়ের নর্তকদের রঙিন পরিবেশনা ট্রাম্পের নাচে নতুন মাত্রা যোগ করে।

সেই মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তার সঙ্গে নাচে যোগ দেন। পুরো দৃশ্যটি দর্শকদের কাছে ছিল আনন্দ ও চমকের এক অনন্য সমন্বয়।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়ায় রীতিমতো উচ্ছ্বাস দেখা যায়। কেউ লিখেছেন, “ট্রাম্প আবারও নাচকে জনপ্রিয় করে তুলছেন!” অন্য কেউ মন্তব্য করেছেন, “এই বয়সেও এমন রিদম—অসাধারণ!”

মজার ছলে আরেকজন বলেন, “দেখে মনে হলো ট্রাম্প মালয়েশিয়ার ‘হাওয়াই ফাইভ-ও’ থিমে নিজের স্টেপ দেখিয়ে দিলেন!”

সব মিলিয়ে, ট্রাম্পের এই নাচ কেবল হাসি-আনন্দই নয়, কূটনৈতিক সফরের এক মানবিক ও স্মরণীয় রঙও যোগ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।