
রাইজিংসিলেট- মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর: চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV)। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাসধারীদের (PLKS) জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) সুবিধা চালু করা হয়েছে।
৮ আগস্ট, শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব বাংলাদেশি শ্রমিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে এবং যারা বৈধভাবে PLKS নবায়ন করছেন, তাদের আলাদাভাবে MEV এর জন্য আবেদন করতে হবে না। নবায়নের সময়ই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন বিভাগ এই সুবিধা প্রদান করবে।
এই নতুন ব্যবস্থা শ্রমিকদের মালয়েশিয়া থেকে নিজ দেশে যাতায়াত আরও সহজ করবে, ভিসার অপব্যবহার কমাবে এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। একইসঙ্গে, মালয়েশিয়ার বিদেশস্থ মিশনগুলোতে ভিসা আবেদনের চাপও হ্রাস পাবে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার কাছে এই সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিল। অবশেষে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।