ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফিকে ক্রিকেটের দায়িত্বে দেখতে চেয়ে- ওমর সানী

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- কয়েকদিন আগেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে গুরুত্বপূর্ণ সদস্য ও খেলোয়াড় হওয়ার পরও দলেও দেখা যায়নি তামিম ইকবালকে। এ নিয়ে এক ভিডিও বার্তায় নিজের অবস্থা তুলে ধরেন এই খেলোয়াড়। গত ২৭ সেপ্টেম্বরের সেই ভিডিও বার্তায় তামিম জানান, মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয়ার কারণেই বিশ্বকাপে খেলতে চাননি তিনি। এছাড়াও কিছু অভিযোগ আনেন এই তারকা খেলোয়াড়।

তামিমের পরই তার মন্তব্যকে ছেলেমানুষি উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব। তামিম-সাকিব ইস্যু নিয়ে যখন দেশের ক্রিকেটপ্রেমীরা নানা আলোচনা-সমালোচনায় ব্যস্ত, সেই সময় বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ২৮ সেপ্টেম্বর একটি ভিডিও বার্তা দেন ম্যাশ। তার ভাষ্যমতে―তামিমের সঙ্গে যা হয়েছে, সেখানে দলের অধিনায়ক হিসেবে সাকিব যদি মোবাইল ফোনে একটি মেসেজ বা ফোনে তামিমের সঙ্গে কথা বলতো, তাহলে বিষয়টি এতদূর গড়াতো না।

মাশরাফির এই বন্ধুসুলভ অভিভাবকতার বিষয় বরাবরই প্রশংসা কুড়ায়। যা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট। তাইতো এবার তাকে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাইলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ নায়ক লেখেন, ‘ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক, তা আমরা চাই না। তাই এখনো সময় আছে, আল্লাহর ওয়াস্তে হয় সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেয়া হোক।’ এদিকে ওমর সানী ঠিক কোন পদে দেখতে চেয়েছেন মাশরাফিকে, তা উল্লেখ করেননি। তবে নেটিজেনরা ধারণা করছেন ক্রিকেটের গুরুত্বপূর্ণ কোনো শীর্ষ পদের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

২০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।