রাইজিংসিলেট- গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর থেকে আর মাঠে ছিলেন না জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের আগে জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। ফিটনেস ঘাটতিকে সঙ্গী করেই এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নেমেছে মাশরাফি। ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় মাশরাফিকে নিয়ে কথা বলেছেন বিপিএলে ধারাভাষ্য দিতে আসা শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রাসেল আর্ন্ডল্ড ও সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বিপিএলের মতো টুর্নামেন্টে খেলার মতো পুরো ফিট অবস্থায় মাশরাফি নেই বলে মন্তব্য করেন রাসেল আর্ন্ডল্ড। তিনি বলেন, ‘মাশরাফি ফিট না। সে দুই তিন পা দৌড়ে বল করছে। মিডিয়াম পেস নাকি অফ ব্রেক করছে আমি নিশ্চিত না। কিন্তু সে একটা উইকেট পেয়ে গেছে (হাসি)। সে খেলছে, আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু খেলার দিক থেকে চিন্তা করলে সে আদর্শ অবস্থায় নেই। ’
সাবেক সতীর্থকে নিয়ে কথা বলেছেন আশরাফুলও। তিনি মনে করেন, অধিনায়ক হিসেবে যদি নিজে পারফর্ম করতে পারে তাহলে সেটি আরও ভালো হয়। টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা মাশরাফির নাম দিয়েছি ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। অসাধারণ লিডার সে। অধিনায়ক যদি নিজে পারফর্ম করে তাহলে নেতৃত্ব দেওয়া সহজ হয়। আসলে মাশরাফিকে যখন মোকাবেলা করে একটা তরুণ খেলোয়াড় তারা আসলে দ্বিধায় থাকে আমি মারব কি মারব না। আউট হলে একটা প্রেস্টিজের বিষয় আছে। এইসব জিনিসের কারণে হয়তবা ফ্রিলি খেলতে পারে না। ’