ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাস্টার্স শিক্ষার্থীদের পে টা লে ন মদন মোহনের অধ্যাপক জয়ন্ত দাস

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সরকারি মদন মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও তারাপুর ক্যাম্পাসের ইনচার্জ জয়ন্ত দাসের বিরুদ্ধে সালাম বা আদাব না বলায় শিক্ষার্থীদের কাঁঠাল গাছের ডাল দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সরকারি মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, কলেজে ২০২০-২১ সেশনের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ চলছিল। সোমবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। হঠাৎ করেই ক্যাম্পাসের গেইটে রাখা কাঁঠাল গাছের ডাল এনে শিক্ষার্থীদের বেধড়ক পেটাতে থাকেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ পূরণ করছিলেন। এসময় শ্রেণিকক্ষে প্রবেশ করে আরও কয়েকজন ছাত্রীকেও আঘাত করেন তিনি।

পেটানোর কারণ জানতে চাইলে তিনি সবাইকে ‘বেয়াদব বেয়াদব, সালাম আদাব পরিবার শেখায় নি? আমারে চিনো না নি? এইসব বলতে থাকেন। এসময় এক ছাত্রী চিনতে পারেনি বললে তিনি লাথি দিবেন বলে গালাগাল করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসময় তারা প্রতিবাদ করতে চাইলে অন্যান্য শিক্ষকরা থামিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমি রুমে ডুকে অন্যান্য স্যারদেরকে সালাম দিয়ে কথা বলি। এসময় তিনি অনেকটা দূরে ছিলেন। দূরে গিয়ে তাকে সালাম বা আদাব বলা হয় নি। কিছুক্ষণ পরেই দেখি তিনি শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছেন।
অন্য এক শিক্ষার্থী বলেন, কলেজের গেইটে আসামাত্র তিনি ‘আমারে চিন নি’ বলেন। উত্তরের না বললে তিনি কাঁঠাল গাছের ডাল দিয়ে আমরা দুইজনকে আঘাত করেন। তৎক্ষনাৎ বিষয়টা বুঝতে পারি নি। পরে জানতে পারি তিনি ক্যাম্পাসের ইনচার্জ ও দেখা হওয়ার পর তাঁকে সালাম বা আদাব না বলায় তিনি ডাল দিয়ে আঘাত করেন। এ ঘটনায় ১০/১২ জন মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের আঘাত করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সচেতন শিক্ষার্থীরা বলছেন, সিলেট জেলা তথা বিভাগের বাইরেও সরকারি মদন মোহনের কলেজের অনেক সুনাম রয়েছে। এখানে সিলেটের বাইরের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এমন অপ্রীতিকর ঘটনায় কলেজের মান সম্মানকেও প্রশ্নবিদ্ধ করে।

জানতে চাইলে সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক ও তারাপুর ক্যাম্পাসের ইনচার্জ জয়ন্ত দাস বিষয়টি অস্বীকার করে বলেন, আমি শিক্ষার্থীদের বকাঝকা করি, তবে এ বিষয়টি সত্য নয়।

এব্যাপারে সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা সর্ব্বাণী অর্জুণ বলেন, আমি একটি অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। এ বিষয়ে জানা নেই। যদি এরকম হয় তবে বিষয়টি দু:খজনক। আমি আগামীকাল (মঙ্গলবার) কলেজে গিয়ে খোঁজ নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।