ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মা ও মেয়েকে গলা কেটে হ ত্যা র ঘটনায় তিন আসামিকে মৃ ত্যু দ ণ্ড

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৯, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

তিনি দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি জানান।

এদিকে আদালতে আসা আসামিদের স্বজনরা জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমীর হোসেন, আব্দুল হান্নান ও মনির মিয়া। রায় ঘোষণার সময় আসামি তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ গভীর রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে একটি ভাড়া বাসায় অঞ্জলী দাস (৩৫) ও তার মেয়ে পূজা দাসকে (৮) গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়। তারা লামাপুটিজুরী গ্রামের সবজি ব্যবসায়ী সঞ্জিত দাসের স্ত্রী ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকে আমীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ঘটনার পরদিন সঞ্জিত দাস বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আমীর হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আব্দুল হান্নান ও মনির মিয়ার নাম প্রকাশ করেন।

পরে মামলাটি তদন্ত করেন বাহুবল মডেল থানার সেই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ও প্রদীপ কুমার দাশ। মামলার তদন্ত শেষে তিনজনের নামে ২০২২ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তারা। মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সঞ্জিত দাস ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।