ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে পাল্টাপাল্টি হা ম লার অ ভি যো গ করেছে বিএনপির দুপক্ষ

rising sylhet
rising sylhet
জুন ৩০, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

মীরসরাইয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে বিএনপির দুপক্ষ।

হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্ট সংলগ্ন জোবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম।

আহত উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী আজিজুর রহমান বলেন, রোববার রাতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটনসহ আমাদের বেশ কজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাশবন রেস্টুরেন্টে নাস্তা করতে যাই। সেখান থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমার এবং নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর অনুসারীরা আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালায়।

এ দিকে মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন অভিযোগ করেছেন তার পক্ষের নেতাকর্মীদের ওপর আগে হামলা করা হয়েছে। তিনি বলেন, বারইয়ারহাট বড় বাজারে নিয়মিত আমাদের শতশত নেতাকর্মীরা অবস্থান করেন। কাশবন হোটেলের সামনে আমাদের ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে ছিলেন। তাদের অনুসারী নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করে। একপর্যায়ে সেটি বাকবিতণ্ডায় রূপ নেয়। তারাই প্রথমে হামলা করেছে। তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানবীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন আহত হন। এ ছাড়া অন্যদের মধ্যে গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, এটা মনে হচ্ছে দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হামলায় আহত হওয়া ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।