
রাইজিংসিলেট- সিলেট-১ (সদর ও নগর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনা দেন।
ফেসবুক পোস্টে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট-১ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে থাকা তার ছবি সংবলিত সব ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিজ নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ বিষয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এছাড়া, তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।