
একটি প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসা মেয়ে বুলবুলিকে ঘিরেই গড়ে উঠেছে নাটক “বেশি বলে বুলবুলি”-এর কাহিনি। বুলবুলির একটি ছোট্ট বৈশিষ্ট্য—সে প্রায় সব কিছুতেই খানিকটা বাড়িয়ে বলে। কিন্তু এতে তার মন খারাপ হয় না, বরং সে সবাইকে ভালোবেসে এসব করে। কারও ক্ষতি করার উদ্দেশ্য নেই তার, বরং সে বিশ্বাস করে মানুষকে আনন্দ দিতে।
গল্পে দেখা যায়, একদিন বুলবুলিকে দেখতে আসে পাত্র আবীর ও তার পরিবার। কিন্তু আবীর বেশ হিসেবি, বলতে গেলে কিপটে। এই কারণে বুলবুলির বাবা একদমই খুশি নন। তবে বুলবুলির কাছে আবীর ভালো লাগে। সে তাই তার কথার জাদু দিয়ে আবীরকে এমনভাবে উপস্থাপন করে যে বাবা-মাও শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যান।
এই মজার চরিত্রগুলোর মধ্যে বুলবুলির ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তটিনী, আর আবীরের চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান, চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।
এটি মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে এবং দর্শকরা খুব ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ৫ লক্ষাধিক মানুষ নাটকটি দেখে ফেলেন। আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশারসহ অনেকেই।