
রাইজিংসিলেট- কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিন দাবি করেছেন, তৌহিদ আফ্রিদি নিজেই তাকে বলেছেন যে, মুনিয়া ইস্যুতে তাকে ফাঁসানো সম্ভব হয়নি কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি সহযোগিতা পেয়েছেন। তাহমিদের ভাষ্য অনুযায়ী, তৌহিদ আফ্রিদির উত্থানের পেছনে ডিবি প্রধান এবং প্রভাবশালী পরিবারের সহায়তা ছিল।
তাহমিদ সামিন বলেন, “মুনিয়ার সঙ্গে তৌহিদের সম্পর্ক ছিল- এটা সে নিজেই আমাদের বলেছে। কল রেকর্ড ফাঁস হওয়ার সময় আমরা বিষয়টি জেনেছিলাম। সে আমাদের বলেছে যে এই কল রেকর্ড দিয়েই তাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে সহায়তা পেয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৩ সালের ৮ ডিসেম্বর আমরা একসাথে গাড়িতে যাচ্ছিলাম, তখন সে বলছিল যে মুনিয়া তার বাসায় খেয়েছিল কি না সেই প্রসঙ্গে কথাবার্তা তুলেছিল। তখন সে বলেছিল যে কল রেকর্ডে কিছু থাকলেও, তাতে কিছু হয়নি কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়েছে।”
তাহমিদ সামিনের মতে, তৌহিদ আফ্রিদি তখন একাধিকবার বলেছিলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় আমাকে অনেক গুরুত্ব দেয়।”
তবে এ বিষয়ে কোনো সরকারি বা দায়িত্বশীল সূত্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সুত্র- বাংলাদেশ প্রতিদিন