রাইজিংসিলেট- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়ও রয়েছেন তিনি।
এবারের আইপিএলে মুস্তাফিজের অনাপত্তিপত্র দেয়া হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে তাকে আরও একদিন বেশি থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে নিজেদের দশম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওই ম্যাচটিতে খেলতে পারবেন মুস্তাফিজ। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি।
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, পরিকল্পনা করেই ফিজকে দলে নিয়েছে চেন্নাই। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশেষ উদ্দেশ্য থেকেই মুস্তাফিজকে নিয়েছে চেন্নাই। ওদের নিজেদের উইকেটে কার্যকরী হবে ভেবেই ওকে নেয়াটা দারুণ এক সিলেকশন ছিল।’
তিনি আরও বলেন, ‘সবাই মুস্তাফিজের রিস্ট ওয়ার্ক নিয়ে কথা বললেও চেন্নাইয়ের উইকেটে যে ওর বল গ্রিপ করছে, সেটি নিয়ে
খুব কমই কথা হচ্ছে। সব জায়গায়, বিশেষ করে বিশ্ব আসরে এ রকম উইকেট পাওয়ার নিশ্চয়তা নেই। মুস্তাফিজ সব জায়গাতেই একই রকম ধারালো হবে না হয়তো।’