ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মুহাদ্দিস আবদুল হাই (রহঃ) এর দাফন সম্পন্ন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে প্রবীন আলেমে দ্বীন, সৎপুর কামিল মাদরাসার অবসর প্রাপ্ত মুহাদ্দিস, শায়খুল হাদিস আল্লামা আবদুল হাই (রহঃ) এঁর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের পশ্চিমের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে গেল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ছাতকের মুক্তিগাঁওস্থ নিজ বাড়িতে (৭৪) বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা ও এক ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। শায়খুল হাদিস আল্লামা আবদুল হাই (রহ:) জানাজায় নামাজে ইমামতি করেন ভারতের হিন্দুস্থানের পীর ছাহেব মাওলানা মছরুর রহমান খান। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার অবসর প্রাপ্ত সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।

এসময় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনওর আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ বেতকুনী, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান, অবসর প্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাতক জালালিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম, আরবী প্রভাষক মাওলানা আলী আসগর খান, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা বদরুল আলম, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, মাওলানা মুফতি আবদুস সালাম, হাফেজ মাওলানা জাকির হোসেন, প্রভাষক মাওলানা জাহেদ আহমদ, মৌলভী ফজলুর রহমান রুক্কা, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএইচ খালেদসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্থরের মুসল্লিয়ানে কেরাম বিশাল এ জানাজার নামাজে অংশ নেন। এর আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, তাঁর অনেক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ।

মরহুম আল্লামা আবদুল হাই (রহ:) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে ১৯৫১ সালের ১ মে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মৌলভী আবদুল মন্নান ও মাতার নাম হানিফা বানু। তিনি তার নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। অতপর সিলেট সরকারী আলিয়া মাদরাসা থেকে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরিক্ষায় অংশ নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ন হন। সৎপুর কামিল মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬৭ সালে আলিম পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ন হন। ওই মাদরাসা থেকে ১৯৬৯ সালে ফাজিল এবং ১৯৭২ সালে কামিল পরিক্ষায় (হাদিস বিভাগে) প্রথম বিভাগে পাশ করে মেধা তালিকায় উত্তীর্ন হন।

১৯৭৩ সালে ২৩ মার্চ মুহাদ্দিস পদে ওই মাদরাসায় যোগদান করে কর্মজীবন শুরু হয়। তাঁর শিক্ষকতার দীর্ঘ জীবনে অসংখ্য ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে বিভিন্ন পেশায় রয়েছেন। শায়খুল হাদিসের মৃত্যুতে বৃহত্তর সিলেটবাসীর যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

৩৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।