ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠ অস্কারের মঞ্চ

rising sylhet
rising sylhet
মার্চ ৩, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৭তম আসর লস অ্যাঞ্জলেসে অনুষ্ঠিত হয়ে গেল। এই আয়োজনের মাঝখানে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠ অস্কারের মঞ্চ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে লস অ্যাঞ্জেলর বেশ কিছু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্কার অনুষ্ঠানটি হচ্ছিল ডলবি থিয়েটারে। সেখান থেকে মাত্র কয়েক মাইল দূরেই নর্থ হলিউডে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম কেএবিসি জানিয়েছে, সান ফার্নান্দো ভ্যালি এবং লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ এ ভূমিকম্প অনুভূত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’ ও ‘দ্য ব্রুটালিস্ট’ উল্লেখযোগ্য। এসবের মধ্যে ‘এমিলিয়া পেরেজ’ সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে।

আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘আনোরা’  সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

এ ছাড়া ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে স্যালুট জানান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন ও তার পুরো টিমকে ধন্যবাদ জানান।

এর বাইরে, দ্বিতীয়বারের মতো অস্কার জিতেছেন শন বেকার। ‘আনোরা’  চলচ্চিত্রে তার অনবদ্য গল্প বলার দক্ষতা ও চমৎকার সম্পাদনার জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।

এদিকে, ‘এমিলিয়া পেরেজ’  চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘এল মাল’  এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হয়েছেন।

এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। অন্যদিকে, সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।