
রাইজিংসিলেট- আজ রবিবার আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশসহ অনেক দেশ থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে এবং চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। পুরো চন্দ্রগ্রহণটি প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে।
পূর্ণগ্রাস অংশটি দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। এই এলাকার বাইরের কিছু জায়গা থেকে আংশিক চন্দ্রগ্রহণও দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।