
রাইজিংসিলেট- ভারতের মহারাষ্ট্র রাজ্যের চন্দ্রপুর জেলার নওয়ারগাঁওয়ের ১৯ বছর বয়সী এক তরুণ, অনুরাগ অনিল বোরকা, আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এবছরের NEET UG 2025 পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন—৯৯.৯৯ পারসেন্টাইল পেয়ে ওবিসি শ্রেণিতে অল ইন্ডিয়া র্যাঙ্কে উঠে এসেছিলেন ১৪৭৫ নম্বরে। এত উচ্চ ফলাফল সত্ত্বেও, তার চিকিৎসক হওয়ার আগ্রহ ছিল না।
পরিবার সূত্রে জানা যায়, অনুরাগকে উত্তরপ্রদেশের গোরখপুরে ভর্তি প্রক্রিয়ার জন্য পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে সে-ই দিন সকালে নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়নি, তদন্তে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, অনুরাগ সেখানে স্পষ্টভাবে লিখেছেন—তিনি ডাক্তার হতে চান না।
এই মর্মান্তিক ঘটনা আবারো স্মরণ করিয়ে দেয়, কিশোর-কিশোরীদের ওপর একাডেমিক চাপ এবং সমাজ বা পরিবারের প্রত্যাশা কতটা গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, পড়াশোনা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও সেটিই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। মানসিক চাপ বা দ্বিধার মুহূর্তে পরিবার, বন্ধু বা কাউন্সেলরের সঙ্গে খোলামেলা আলোচনা করা হতে পারে গুরুত্বপূর্ণ সহায়তা।