
ইন্টার মায়ামির শেষ ম্যাচে ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। নেকাক্সের ম্যাচে সেই ইনজুরি কতটুকু গুরুতর ছিল তা সঠিকভাবে জানায়নি মেজর লীগের ক্লাবটি। যা নিয়ে নতুন শঙ্কা জেগেছে, এক মাস বাদেই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামতে পারবেন কীনা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এ তারকা।
এ প্রশ্ন ওঠার কারণ, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার যে দুটি ম্যাচ আছে, তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। বিশ্বকাপের আগে এ ম্যাচটিই হতে পারে মেসির ঘরের মাঠে খেলা শেষ ম্যাচ।
এর আগে মেসির চোট নিয়ে ইন্টার মায়ামি বিবৃতিতে বলে, ‘লীগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় পেশির অস্বস্তির কারণে মেসিকে মাঠ ছাড়তে হয়েছিল, তার অবস্থা বুঝতে পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলে দেখা গেছে, তার ডান পায়ে পেশিতে হালকা আঘাতের ঘটনা ঘটেছে। তিনি কখন খেলতে পারবেন। তা নির্ভর করবে তার চিকিৎসার অগ্রগতি ও সাড়া দেয়ার ওপর।’এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছিল এবারের লীগস কাপে আর দেখা নাও যেতে পারে মেসিকে।
ইকুয়েডরের বিপক্ষে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাগতিকদের শহর গুয়াইয়াকিলে। এদিকে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার পুমাসের বিপক্ষে। যে ম্যাচে মেসিকে মাঠে পাওয়া যাবে বলে আশা করে মায়ামি কর্তৃপক্ষ।