ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আ ট ক করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩১, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট শহর ::  নগরীর জালাবাদ থানার দর্জিপাড়ায় নিজ বাসা থেকে একজনের মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেলটি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত সোমবার (২৮ অক্টোবর) রাতে দর্জিপাড়ার ১৮ নং বাসার গ্যারেজ থেকে মাসুদুর রহমান নামে এক যুবকের ডিসকভার মোটরসাইকেল (সিলেট-মেট্রো-হ-১৩-৩১০৪) চুরি হয়ে যায়। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) তিনি বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত চোরের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন উপরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আনোয়ার হোসেন ও মোস্তাক আহমদকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নিজাম উদ্দিনের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের দুদু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার ভেলুপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোস্তাক আহমদ (২২)।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে মাসুদুর রহমানের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারকে নির্দেশে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।