
রাইজিংসিলেট- মোবাইল ব্যাংকিংয়ের টাকা নিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল যুবকের মরদেহ। নেত্রকোনার আটপাড়া উপজেলার একটি নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি মোবাইল ব্যাংকিংয়ের অর্থ নিয়ে নিখোঁজ ছিলেন।
নিহতের নাম রিজন মিয়া, বয়স ২২ বছর। তিনি নেত্রকোনা জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার বাসিন্দা এবং একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
পরিবারের দাবি, ঘটনার দিন সকালে তিনি প্রায় সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন। সর্বশেষ দুপুরের দিকে সদর উপজেলার এক বাজারে তাকে দেখা যায়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুই দিন পর, স্থানীয়দের নজরে আসে একটি মরদেহ মগড়া নদীতে ভেসে আছে, যার হাত-পা বাঁধা ছিল। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা তা রিজনের হিসেবে শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।