
রাইজিংসিলেট- যুক্তরাজ্যের ওয়েলস রাজ্যের রাজধানী কার্ডিফে পুত্রের হাতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি। নিহতের নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া (বয়স প্রায় ৭০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার উলুআইল গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকায় বসবাস করছিলেন।
জানা গেছে, ২২ জুলাই রাতের শেষ প্রহরে নিজের বাসায় ছুরিকাঘাতে নিহত হন তিনি। তার মানসিক ভারসাম্যহীন পুত্র পেটে ও গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় বাসার অন্য একটি কক্ষে থাকা মেয়ে ও মেয়ের জামাই শব্দ শুনে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হয় ঘাতক। পরে সে দোতলার অ্যাটিক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিলাত মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘাতক পুত্র কিছুদিন আগেও মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মা মৃত্যুবরণ করার পর থেকে সে মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ে বলে জানা গেছে।
স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘাতক পুত্র দাবি করেছে—তার মা স্বপ্নে এসে বলেছিলেন বাবাকে ‘পাঠিয়ে দিতে’। অন্যদিকে, একটি সূত্র বলছে, বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটায় সে।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।