
রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ জানিয়েছে, যদি আগামী ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজার রুটে চলতে না দেওয়া হয়, তাহলে মৌলভীবাজার জেলাকে সম্পূর্ণভাবে অচল করে দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে, যাতে মৌলভীবাজারের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে নতুন একটি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা এম নাসের রহমান বক্তব্য রাখার সময় হবিগঞ্জের মানুষ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন এবং বলেন, ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলতে দেওয়া হবে না। এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।
লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই, কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।” তিনি নাসের রহমানের কটূক্তির তীব্র নিন্দাও জানান।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক মো. ফজলুর রহমানসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।