
মৌলভীবাজার প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪ সালের ৭ জানুয়ারি) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সীল মারার ঘটনায় দণ্ডিত পোলিং এজেন্ট স্বপন দেবের দুই বছরের কারাদণ্ড উচ্চ আদালতে বহাল রাখা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নির্বাচনের দিন কেন্দ্রের দ্বিতীয় তলার বুথে দায়িত্বে থাকা পোলিং অফিসার শৌচাগারে গেলে সহকারী পোলিং অফিসারের হেফাজত থেকে স্বপন দেব অবৈধভাবে জোরপূর্বক তিনটি ব্যালট পেপার কেড়ে নেন। পরে তিনি নৌকা প্রতীকে সীল মেরে ব্যালট বাক্সে প্রবেশ করানোর সময় নির্বাচন অনুসন্ধান কমিটির এক কর্মকর্তা তাকে হাতে–নাতে আটক করেন।
ওই নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে নৌকার প্রার্থী ছিলেন তৎকালীন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী (বর্তমানে আত্মগোপনে) শাহাব উদ্দিন।
ঘটনার পর স্বপন দেবের বিরুদ্ধে মামলা দায়ের হলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডিত স্বপন দেব মৌলভীবাজার অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতে আপিল করেন। তবে আদালত মূল রায়, সাক্ষ্য–প্রমাণ ও নৌকায় সিল মারা একাধিক ব্যালট পেপার পর্যালোচনা করে পূর্বের রায় বহাল রাখেন এবং সংশ্লিষ্ট আদালতকে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ জানান, আপিল রায়ের নথি আদালতে পৌঁছেছে এবং বৃহস্পতিবার সাজা পরোয়ানা জারির জন্য মামলাটি উপস্থাপন করা হয়েছে।