ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচে না জিতলে শেষ হয়ে যাবে সেমিফাইনালের সম্ভাবনা

rising sylhet
rising sylhet
জুন ২২, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুপার এইটের প্রথম ম্যাচে হেরেছে ।দ্বিতীয় ম্যাচে না জিতলে শেষ হয়ে যাবে সেমিফাইনালের সম্ভাবনা ।

শনিবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বসিয়ে নেওয়া হয়েছে জাকের আলিকে। ভারতের একাদশে একটিও বদল আসেনি।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, এখানকার উইকেটে ১৫০-১৬০ রানকে ভালো মনে হচ্ছে তার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও চেয়েছিলেন ব্যাট করতে, সেটি পেয়ে খুশি তিনি।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।

৮৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।