ঢাকামঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের পরিবার সঙ্গে নেয়া নিষিদ্ধ করে নতুন নিয়ম জারি

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের পরিবার সঙ্গে নেয়া নিষিদ্ধ করে নতুন নিয়ম জারি করেছে দেশটি। নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) থেকে তা কার্যকর করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (পূর্বের টুইটার) একাউন্টে এক টুইট  বার্তায় এ ঘোষণা দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই টুইটটি শেয়ার করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনতে পারবেন না

হংকং থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভালরি বলেছেন, বিদেশি শিক্ষার্থীরা অযৌক্তিক কারণে তাদের সঙ্গে পরিবার নিয়ে আসেন যুক্তরাজ্যে। কিন্তু ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সেই অযৌক্তিক আচরণ বন্ধ করা হবে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞা স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার ওপর প্রযোজ্য হবে। এই উদ্যোগ যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা হাজার হাজার কমিয়ে দেবে আশা প্রকাশ করেন তিনি। এর আগে গত বছরের মে মাসে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এই নীতি প্রাথমিকভাবে ঘোষণা করেছিলেন।

২০২৩ সালের প্রথম দিকে বৈধ ও অবৈধ পথে প্রবেশ করা বিপুল পরিমাণ অভিবাসী কমাতে ভিসানীতি কঠোর করার ঘোষণা দেয় যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।