
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল, উদ্বেগে নয়াদিল্লি। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে ভারতের নীতিনির্ধারকদের মধ্যে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের নতুন সময়সূচি পরে নির্ধারণ করা হবে।
এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল। মূল আলোচ্য বিষয়ের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ, বিশেষ করে ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির প্রেক্ষাপটে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল, যার পরিমাণ বর্তমানে ৫০ শতাংশে পৌঁছেছে।
এই পরিস্থিতিতে আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা, ফলে আলোচনাটি ছিল সময়সেনসেটিভ। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দুই দেশ প্রস্তুতি নিচ্ছিল।
তবে চুক্তিতে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতে মার্কিন প্রবেশাধিকারের বিষয়টি। যুক্তরাষ্ট্র এই খাতগুলোতে বাজার উন্মুক্ত করার দাবি জানালেও, ভারত তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। নয়াদিল্লির মতে, এর ফলে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এছাড়া দুধ আমদানির বিষয়টি ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রসঙ্গেও স্পর্শকাতর।
এদিকে, এই চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বদেশি পণ্যের উৎপাদন ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি কৃষক ও জেলেদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।