
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আলোচনা। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর লক্ষ্যে ওয়াশিংটনে ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর) সঙ্গে তৃতীয় দফার আলোচনা করেছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়।
এ আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। সূত্র জানায়, তিন দিনব্যাপী এই আলোচনার শেষ দিন ৩১ জুলাই, আর প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে ৩ আগস্ট।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় আরও অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, আলোচনার অগ্রগতি দেখে বাংলাদেশ এবারের বৈঠক থেকে ইতিবাচক ফল প্রত্যাশা করছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। নতুন পাল্টা শুল