ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ

rising sylhet
rising sylhet
আগস্ট ১২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ। ফিফা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই টুর্নামেন্টটি কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক ৪৮ দলের বিশ্বকাপে প্রায় ছয় সপ্তাহব্যাপী আয়োজনে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারীরা স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে ১৬টি শহরে ২৩ ধরনের কার্যক্রমে সহায়তা প্রয়োজন হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, “স্বেচ্ছাসেবীরা আমাদের টুর্নামেন্টের প্রাণ। আমরা চাই বিশ্বজুড়ে আগ্রহীরা এই আয়োজনে যুক্ত হোক।”

স্বেচ্ছাসেবী হতে কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। তবে আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে এবং আয়োজক দেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার যোগ্যতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। মেক্সিকোর ক্ষেত্রে স্প্যানিশ এবং কানাডার জন্য ফরাসি ভাষাজ্ঞান অতিরিক্তভাবে গুরুত্বপূর্ণ। অন্য যেকোনো ভাষাজ্ঞান বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।

আগ্রহীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারেন:
http://fifaworldcup.com/volunteers

আবেদনের সময়সীমা: আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫
টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে: ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬
স্বেচ্ছাসেবীরা মোট ৮টি শিফটে অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।