রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্র থেকে ৩৯ বাংলাদেশি ফিরলেন বিশেষ ফ্লাইটে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায়, এসব বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড (বিশেষ) ফ্লাইটে দেশে পাঠানো হয়। এর আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, অবৈধ অবস্থানে থাকার অভিযোগে আটককৃত একটি দলকে ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রে অবস্থানকারী শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় থেকেই দেশটিতে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হয়, যার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।