ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুবক গুলি বিদ্ধ

rising sylhet
rising sylhet
জুলাই ১২, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

পদ্মা নদীর চরে ঘাস কাটতে গিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ যুবক সোহানুর রহমান সোহান (২৭) সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরী পাড়া এলাকার শাহাবুদ্দিন মোল্লার ছেলে।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবক সোহান বলেন, আমি গরুর জন‍্য ঘাস কাটতে পদ্মা নদীর চরে গিয়েছিলাম। সেখানে আরও কৃষকরা চরের জমিতে কাজ করছিলেন। ঘাস কাটার সময় দেখি নদীতে একটি বালুবাহী ট্রলার আসছে। ট্রলারের পাশে একটি নৌকা আর পেছনের দিকে স্পিডবোটে কয়েকজন লোকও ছিল।

এ সময় স্পীডবোট থেকে কয়েকজন অস্ত্র তাক করে নদী পাড় ও চরের দিকে গুলিবর্ষণ শুরু করে। এতে একটি গুলি আমার ডান হাতে এসে লাগলে আমি আহত হই। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লক্ষ্ণীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, এখনও পর্যন্ত আমরা বিস্তারিত জানতে পারিনি। আমি একটি টিম পাঠিয়েছি আর অভিযোগটা পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

স্থানীয়দের ভাষ্যমতে, দুটি গ্রুপের মধ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে। কেউ বলছে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। আবার কেউ কেউ বলছেন এক পক্ষ গুলিবর্ষণ করেছে। এখনও পর্যন্ত আমরা এ বিষয়টি নিশ্চিত হতে পারিনি । তবে এ ঘটনায় স্থানীয় একজন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত কেউ নন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।