ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভা

rising sylhet
rising sylhet
অক্টোবর ২২, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ যুবদল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই সংগঠনই বিএনপির অন্যতম প্রাণশক্তি এবং তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে হলে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবদল সব সময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা, আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে সংগঠনের শক্তি আরও সুসংহত করবে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকি সাহেবের ভাতালিয়াস্থ কার্যালয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মির্জা মোঃ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজকে সংগঠিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কর্মসূচি সফল করতে ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি পাণেশ দেব, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সুরুজ আলী সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মোঃ মঈন উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মনু, জুবায়ের আহমদ, আব্দুল সালাম লয়লু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম রুমেল, মোঃ মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, মোঃ ইছহাক আহমদ, পারবেজ আহমদ, এহতেশাম হক সবুজ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, দুলাল আহমদ, এস এম পলাশ, মোঃ ইমাম উদ্দিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ, শহীদুজ্জামান, জাহিদ হাসান, মোঃ নুর উদ্দিন খান হাসান, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, সজিবুর রহমান রুবেল, আফজল খান পাপলু, মাহফুজুল করিম ইমন, হিবজুর বিশ্বাস রাজু, হাসান আহমদ রাসেল, রাহাত আহমদ টিপু, মোঃ হোসেনুর রহমান রিজবী, মোঃ সালাউদ্দিন, আনোয়ার কাদির, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শহিদ আহমদ টিটু, নাহিয়ান আহমদ রিপন, আর এ বাবলু, মোঃ ওয়াতিউর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারবেজ আহমদ, সিরেট জেলা যুবদলের গন শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ,  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহমত আহমদ টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ রনি,ে হাসেন আহমদ রনি, আব্দুল আলীম, লায়েক আহমদ, সিলেট মহানগর সহ সাংগঠনিক শাহ ছাব্বির বাবু, সহ প্রচার সম্পাদক মাহফিজুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সহ বন ও পরিবেশ সম্পাদক মোঃ সিদ্দিক পারবেজ, সহ ত্রান ও পূর্ণবাসন সম্পাদক আবুল কালাম বাবু, সহ গ্রাম সম্পাদক ইমাম মোঃ জহির, সিলেট মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, হুমায়ুন কিবরিয়া জুনেল, সিলেট জেলা যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম প্রমুখ।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়। এর মধ্যে রয়েছে- ২৭ অক্টোবর বিকাল ৩টায় সিলেট রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, তারিখ: ২৮ অক্টোবর সিলেট জেলা যুবদলের কর্তৃক নির্ধারিত সময়ে বৃক্ষরোপণ, ২৮ অক্টোবর মঙ্গলবার বাদ এশা তেমুখি টুকের বাজারস্থ তানজিমূল কোরআন মাদ্রাসায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা, পৌর যুবদল সমূহ তাদের সুবিধাজনক সময়ে স্ব স্ব উপজেলা, পৌরতে আলোচনা সভা, র‌্যালী, সমাবেশ এবং স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচী পালনের জন্য সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে সিলেট জেলার অধিনস্থ ১৩টি উপজেলা, ৬টি পৌর এবং মহানগরের অধিনস্থ ৪২টি ওয়ার্ড, ৬টি থানা শাখার নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।