ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুবসমাজ হবে আগামীর বাংলাদেশের কান্ডারি-হাকিম চৌধুরী

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

আজকের যুবসমাজ হবে আগামীর বাংলাদেশের কান্ডারি বলেছেন,সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। তাদের নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে।

শুক্রবার বিকেলে জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি মাঠে উপজেলা রংধনু সমাজ কল্যান যুব সংঘ আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও প্রফুল্ল থাকে। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একই সাথে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।

যুব সংগঠক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক মেম্বার হাফিজ আবদুল মুছাব্বির ফরিদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ মেম্বার, শরিফুল ইসলাম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো শাহজাহান, চিকনাগুল ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আকমল হোসেন জাহিদ খান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহবুবুল আলম লিটু, বিএনপি নেতা সামস উদ্দিন, যুবদল নেতা ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুহেল রিমন, যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, যুবদল নেতা জব্বার আহমদ, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, কবির আহমদ, জুয়েল আহমদ, ছাত্রদলের সভাপতি আদনান শাব্বির, সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমদ, ছাত্রদল নেতা আরিফ, শরিফ, মানিক তাজ উদ্দিন, হারুন আহমদ, সেলিম আহমদ ও মিনহাজ আহমদ প্রমুখ।

১০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।