ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যেসকল জেলায় টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

rising sylhet
rising sylhet
জুন ১৫, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই প্রবণতা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বোরবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে।

রোববারের (১৫ জুন) পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনে তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

তাপপ্রবাহ

ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সোমবারের (১৬ জুন) পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবারের (১৭ জুন) পূর্বাভাস

দেশের সব বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবারের (১৮ জুন) পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে বৃষ্টির প্রবণতা ক্রমেই বাড়বে, ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে কোথাও কোথাও ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ তৈরি হতে পারে।

সতর্কতা

প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।