যৌথবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত সর্দার আটক ।আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার আব্দুল কুদ্দুছকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার তাকে সুনামগঞ্জের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।কুদ্দুছ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের ইদাজ উল্লাহর ছেলে।
শনিবার ভোররাতে ছাতকের হায়দরপুর গ্রামে ৪২ বীর (বিয়ার) ১১ পদাতিক ডিভিশনের সেনা সদস্য ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে কুদ্দুছকে আটক করে।
ওই সময় তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান), একাধিক দেশীয় অস্ত্র উদ্যার করা হয়।
ছাতক থানার ডিউটি অফিসার জানান,কুদ্দুছের বিরুদ্ধে শনিবার রাতে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এছাড়াও আরো একটি অস্ত্র মামলাসহ একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
২৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।