যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন জামাইয়ের বসতবাড়ি থেকে তিন বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে মো. হাসান বেপারী (৩৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারির ভাগ্নে জামাই।
রোববার (২ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় মোল্লাকান্দি ইউনিয়নের রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের (৫০) স্বামী দেলোয়ার বেপারীর বাড়ি থেকে ওই ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতার বোন জামাইয়ের ওই ঘরটিতে ভাড়াটিয়া আনোয়ার হোসেন থাকতেন। সেখানে দোচালা টিনের ঘরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিনটি বালতিতে ৪০টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এ ছাড়াও আনুমানিক ১০০টি ককটেল তৈরির কাজে ব্যবহৃত টিনের খালি কৌটা উদ্ধার করা হয়।
এ সময় মো. হাসান বেপারী (৩৬) নাকে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ৩ বালতি অবিস্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মোল্লাকান্দি কেন্দ্রীক সহিংসতায় ব্যবহারের উদ্দেশে এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিল। পরে যৌথ বাহিনীর অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া বেশ কিছু জর্দা তৈরির কৌটা পাওয়া গেছে।