
দিরাই উপজেলার রজনীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার চরমভাবে হতাশাজনক। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয় ৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩ জন। পাসের হার মাত্র ৬.৩৮ শতাংশ, যা সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বনিম্ন বলে জানা গেছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও প্রশাসনিক নজরদারির অভাবে রজনীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান ক্রমাগত নিম্নগামী। তারা দ্রুত এই পরিস্থিতির উন্নয়নের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরীক্ষার্থী স্বর্ণা তালুকদার বলেন, ‘নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকের সংখ্যাও খুব কম। এই অল্প কয়েকজন শিক্ষককে আবার স্কুল শাখার ক্লাসও নিতে হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কামাল উদ্দিনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির খণ্ডকালীন শিক্ষক বিপ্রেশ দাস জানান, আমি এই প্রতিষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছি। এসে দেখেছি, শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। অনেক সময় ছাত্রদের বাড়িতে গিয়ে খবর দিয়ে ক্লাসে আনতে হয়।
তিনি আরও বলেন, ‘শিক্ষক সংকটও এই দুরবস্থার অন্যতম কারণ। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক মাত্র ৩ জন, আমিসহ মোট শিক্ষক ৪ জন। এত অল্প সংখ্যক শিক্ষক দিয়ে পাঠদান নিশ্চিত করা অত্যন্ত কঠিন।’