ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রবিবার তিন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে জেপিকেপি

rising sylhet
rising sylhet
মার্চ ১৮, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ ২০২৩) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় (৬৪/এ বিহঙ্গ, কাজিটুলা, সিলেট)-এ ১৯ মার্চ রবিবার তিনজন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান, ৭ এপ্রিল শুক্রবার জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী স্মরণিকা প্রকাশ এবং জেপিকেপি’র ইফতার মাহফিলের আয়োজন নিয়ে বিশেষ প্রস্তুতি সভা ও সদস্যদের মধ্যে সাংগঠনিক পরিচিতিমূলক আইডি কার্ড বিতরণ করা হয়। সভা থেকে আগামী ১৯ মার্চ বেলা ১১.০০ ঘটিকায় বিমানবন্দরে প্রবাসীসহ বিদেশে গমন ও প্রত্যাবর্তনকারী বিমানযাত্রীদের হয়রানী বন্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক, সিলেট এর মাধ্যমে জেপিকেপি’র পক্ষ থেকে স্মারকলিপি প্রদানকালে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় বিশেষ প্রস্ততি সভায় বক্তব্য রাখেন জেপিকেপি’র উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এম সিরাজুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল জাফর চৌধুরী, সহ-সভাপতি এস. এম. আব্দুল হাই পীর, সহ-সভাপতি মোঃ আবুল নাসির সুজা, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মোঃ মফিজুর রহমান নজমুল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাকারিয়া ইফতেখার শামীম, যোগাযোগ ও পরিবহন সম্পাদক মোঃ এনামুল কবির ও কার্যনিার্বহী কমিটির সদস্য মোঃ সুমন মিয়া।

৮৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।