ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রশিদপুর গ্যাসক্ষেত্রের পুরনো কূপে নতুন গ্যাসের সন্ধান

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর পুরনো কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় খনিজ অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স নিজস্ব রিগ ব্যবহার করে কূপটির ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়। বাপেক্সের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ কূপ থেকে গ্যাসের পাশাপাশি কনডেনসেটও উত্তোলন সম্ভব হবে।

প্রায় ১০ বছর এই কূপ থেকে গ্যাস পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রশিদপুর গ্যাসক্ষেত্রের অন্যতম সুবিধা হলো—এখানে বিদ্যমান পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্ট রয়েছে, ফলে গ্যাস উত্তোলন ও সরবরাহে তেমন কোনো বড় জটিলতা নেই।

রশিদপুর-৩ কূপের পাশাপাশি বর্তমানে কৈলাশটিলা-১ এবং বিয়ানীবাজার-২ কূপেও ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এর আগে গত ১২ জুলাই বাপেক্স এই পুরাতন কূপটিতে অনুসন্ধান কাজ শুরু করে।

রশিদপুর গ্যাসক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুমন বিকাশ দাশ জানান, “আমরা এখনও কূপটি আনুষ্ঠানিকভাবে বুঝে পাইনি। আশা করছি ৭ থেকে ১০ দিনের মধ্যে বুঝে পাব। প্রাথমিকভাবে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা যাচ্ছে, তবে বিস্তারিত মূল্যায়নের পর চূড়ান্ত তথ্য জানা যাবে।”

বর্তমানে রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে গড়ে প্রতিদিন প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।