ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাখি সাওয়ান্ত আবারও বিয়ে করছেন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৮, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবনে দুইবার সংসারে পা রাখলেও কোথাও থিতু হতে পারেননি তিনি। ভেঙে গেছে দুটি বিয়েই। এবার অভিনেত্রী জানালেন, আবারও বিয়ে করছেন রাখি।

জানা গেছে, এবার কোনো ভারতীয় পাত্র নন, একজন পাকিস্তানিকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিয়ে কথা বলেন রাখি।

রাখি বলেন,ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। পাকিস্তানিদের ভালোবাসি আমি। পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। নেদারল্যান্ডসে হানিমুন শেষে দুবাইতে সংসার জীবন শুরু করবেন তারা।

তিনি বলেন, আমার হবু স্বামী একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। তার নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি অভিনয়ের সঙ্গেও জড়িত তিনি। মূলত, পাকিস্তানে ঘুরতে গিয়ে বহু বিয়ের প্রস্তাব পাওয়া হয়। সেখান থেকেই দোদিকে বেছে নিয়েছি।

পরে বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। এমনকি তাকে বিয়ে করার জন্য নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয় সংসারও টেকেনি তার। দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশসহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি। তাই এবার আর কোনো ভুল করতে চান না তিনি। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাখি।

এর আগের দুই স্বামীকে নিয়ে টানাপোড়েন যায় রাখির জীবনে। এক রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রথম বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানান গল্পকথা তুলে ধরেন রাখি। তবে অল্পদিনের মধ্যেই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।