
রাইজিংসিলেট- রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ। আজ বৃহস্পতিবার দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) আগের পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। ইসি সূত্রে জানা গেছে, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল ইতোমধ্যে হিসাব জমা দিলেও অধিকাংশ ইসলামি দলসহ আরও কিছু দল এখনো হিসাব দেয়নি।
তবে, এবারের হিসাব চাওয়া তালিকায় আওয়ামী লীগ নেই। ইসি জানিয়েছে, দলটির নিবন্ধন স্থগিত থাকায় তাদের কাছে আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়নি।
ইসির নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। কেউ চাইলে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারে এবং কমিশন চাইলে সময়সীমা বাড়াতে পারে। তবে কোনো দল টানা তিন বছর হিসাব না দিলে তার নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।