
রাইজিংসিলেট- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করতে চায়, তাহলে তার দায় তাকে বহন করতে হবে।
বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, দেশে একটি জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য সরকার না থাকার কারণেই নানা ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে, এবং নুরের ঘটনা তার একটি উদাহরণ।
তিনি আরও বলেন, মতের ভিন্নতা থাকবেই, কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের জনগণের সামনে যেতে হবে। জনগণের ওপর বিশ্বাস না থাকলে, রাজনৈতিক বিচ্ছিন্নতা সৃষ্টি হয়।
খসরুর মতে, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চায়, যা সম্ভব সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।