
রাইজিংসিলেট- রাশিয়ার হঠাৎ বি স্ফো র ণে মৃ ত্যু বেড়ে ২০ জনে। রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় গত সপ্তাহে ঘটে যাওয়া বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩৪ জন। ১৮ আগস্ট সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো।
বিস্ফোরণটি ঘটে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি কারখানায়। স্থানীয় গভর্নর পাভেল মালকভ জানান, আগুন লাগে একটি ওয়ার্কশপে, যেখান থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং ওই কারখানায় কী ধরনের পণ্য তৈরি হতো, সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জরুরি সেবাদানকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, “বর্তমানে মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে ৩১ জনকে রিয়াজান ও মস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ১০৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
তদন্ত চলমান রয়েছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কাজ চালিয়ে যাচ্ছে।