ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রিক এর প্রবীণ কল্যান কর্মসূচির আওতায় সাপাহারে শীতার্ত প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৫, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে শীতার্ত প্রবীণদের মাঝে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রবীণ কল্যান কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর সাপাহার এরিয়া অফিস কার্যালয়ে রিক এর প্রবীন কল্যাণ কর্মসূচীর আওতায় উপজেলার সাপাহার সদর ও গোয়ালা ইউনিয়নের শীতার্ত প্রবীণদের মাঝে ১ টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত প্রবীণদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিক নওগাঁ জোন-এর জোনাল ম্যানেজার মো: মিতুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার এরিয়া ম্যানেজার মো: আমিনুল ইসলাম।

এসময় রিক সাপাহার শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায় কোঙর, শাখা এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো: বকুল, এম আই এস অফিসার মো: মশিউর রহমান, সাপাহার উপজেলা প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) মো: আরিফুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।