
রাইজিংসিলেট- রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সংশ্লিষ্ট বেআইনি ও জাল রায় প্রদানের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে তার পক্ষ থেকে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।
তদন্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে প্রাথমিকভাবে বেআইনি রায় দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন বলে আদালতকে জানান তিনি।
এর আগে, গত ৩০ জুলাই তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ।
গ্রেফতারের ঘটনা ঘটে ২৪ জুলাই, রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে, যেখানে তাকে আটক করে ডিবি পুলিশ।
অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।
২০২৪ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের এক আইনজীবী শাহবাগ থানায় বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে এবং অবসর-পরবর্তী সুবিধার আশায় তিনি ২০১১ সালের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন, যা দুর্নীতিমূলক এবং পক্ষপাতদুষ্ট ছিল।