দক্ষিণ সুরমার সিলাামের রিজেন্ট পার্ক ও রিসোর্টকাণ্ডে ৬ জনের নাম উল্লেখ সহ ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সালেহ আহমদ (৩৬)কে প্রধান আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, গতকাল গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে, তবে কাউকে গ্রেফতার করা যায়নি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেছেন।
মামালায় চুরি, ভাংচুর, অগ্নিসংযোগ, বেআইনীভাবে পার্কের ভিতরে সভা মিছিলের অভিযোগ আনা হয়।
এদিকে স্হানীয় একটি সুত্র জানায়, মামলা দায়েরের পর আজ শুক্রবার রাতে সিলাম এলাকাবাসী বৈঠকে বসেছেন। গ্রামবাসীর উপর মামলা দায়েরের বিরুদ্ধে তারা অবস্হান নিবেন বলে জানান।
উল্ল্যেখ্য, অসামাজিকতার অভিযোগে রিসোর্টে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করেন বিক্ষুব্ধ লোকজন। পরে তাঁদের মধ্যে চারজনকে অভিভাবক ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।