ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে: বদরুজ্জামান সেলিম

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আর্তমানবতায় সর্বত্র’। বৃহস্পতিবার সকাল ১০টায় সারদা হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সারদা হলে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান সেলিম এবং সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা করেন যুব সদস্য মাওলানা রেজাউল করিম।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ বদরুজ্জামান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও মানবিক দুরবস্থার প্রতিটি মুহূর্তে স্বেচ্ছাসেবকদের ভূমিকা প্রশংসনীয়। এবারের প্রতিপাদ্য ‘আর্তমানবতায় সর্বত্র’ আমাদের দায়িত্বকে আরও দৃঢ় করে। মানবতার সেবায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি ও নিষ্ঠাই আমাদের মূল শক্তি।

সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন, রেড ক্রিসেন্টের প্রাণ হল স্বেচ্ছাসেবক। তাদের নিবেদন, ত্যাগ ও মানবিক মনোভাবের ওপর ভিত্তি করে সমাজের ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়। রক্তদান থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে সিলেট ইউনিটকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিট সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, কামরুজ্জামান দিপু, আবু সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, সাবেক যুব প্রধান জালাল উদ্দিন শামীম, চৌধুরী লাবিব ইয়াসির, মোসাসাদ্দেক চৌধুরী সুমেল, সৈয়দ শিপন আহমদ, সুলতান আহমদ ,হাবিবুর রশীদ জনি,কুলসুমা আক্তার সাথী,সাফা রহমান, লামিয়া রহমান, সাদাত বিন হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব সদস্য মাওলানা রেজাউল করিম। বক্তারা বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল দর্শন। দুর্যোগকালীন মুহূর্তে এবং বিভিন্ন মানবিক সেবায় স্বেচ্ছাসেবকরাই সমাজের প্রকৃত সাহসী মুখ। তাদের নিবেদন সমাজকে এগিয়ে নেয়।

দিনব্যাপী আয়োজনে সারদা হল এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।