
রাইজিংসিলেট- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ এবং প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সম্মাননা দেয়া হয়। রোববার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হয়। সেখানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলার কাছে সম্মাননা স্মারক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এসময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি মো. আবুল বাশার, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা হাজির ছিলেন।